গগনপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

যোগাযোগফোন নম্বর

শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য

* দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে দক্ষ অফিসকর্মী সৃষ্টিকরণ।
* উচ্চশিক্ষার পথ উন্মুক্ত রেখে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করণ।
* সামাজিক মর্যাদা ও সমতা অর্জনের পথ সুগম করণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান ও নবায়ন প্রবিধান মালা ১৯৯৬ (এস আর ও নং-৫২ আইন/৯৬) এর প্রবিধান ৬ মোতাবেক এইচ এসসি ব্যবসায় ব্যবস্থাপনা ২ বছর (দুই) মেয়াদী কোর্স প্রবর্তন করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে দক্ষ অফিস কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা গেছে বাংলাদেশে অপেশাগত নিয়োগের ক্ষেত্রে অফিস কর্মীর চাকুরীর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং উক্ত জরিপে আরও প্রতিয়মান হয় যে, এই ধরনের দক্ষ অফিসকর্মীর বিদেশে নিয়োগ প্রাপ্তির চাহিদাও যথেষ্ট। দেশে স্নাতক, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকা সত্ত্বেও শিক্ষাক্রমগুলো দক্ষ অফিসকর্মী সৃষ্টিতে সহায়ক নয়। তাই দক্ষ অফিস কর্মী সৃষ্টির লক্ষ্যে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমটি প্রবর্তন করা হয়েছে।

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) সনদ প্রাপ্তিগণ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ব্যক্তিগত সহকারী, রিসেপশনিস্ট, হিসাব সহকারী ইত্যাদি পদে নিয়োগ যোগ্য হবে এবং পরবর্তীতে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উন্নীত হওয়ার সুযোগ পাবে। তাছাড়া যদি কেউ স্ব-উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে চায় বা ক্ষুদ্র ব্যবসা করতে চায় তার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ব্যবস্থাও এতে রয়েছে এবং পাশাপাশি এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) সনদ প্রাপ্তিগণ স্নাতক/ সম্মান (কলা, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন) সহ সমপর্যায়ে শিক্ষাক্রমে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।

অত্র এলাকার পশ্চাদপদ, অবহেলিত শিক্ষার্থীদের দক্ষ স্ব-স্ব কর্মসংস্থান সৃষ্টি, অফিস কর্মী তৈরি এবং উচ্চ শিক্ষা গ্রহণে যোগ্য করার মানসে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রবর্তিত এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাক্রম একটি ফলপ্রসু ও যুগোপযোগী হওয়ায় গগনপুর গ্রামের লুৎফর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব মো: এজাজ আলী স্ব- উদ্যোগী ও ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষের সদিচ্ছার প্রতিফলন এবং সর্বোপরি প্রফেসর আব্দুল খালেক (আজিজুল হক সরকারী কলেজ) তাঁর নির্মোহ আগ্রহ ও প্রেরণা প্রতিষ্ঠানটি স্থাপনে বেগবান করে। অভিষ্ট লক্ষ্য অর্জনে প্রফেসর আব্দুল খালেক ৩৬ শতাংশ, প্রতিষ্ঠাতা সদস্য জনাব মো: এজাজ আলী এবং দাতা সদস্য জনাব মো: আলীউল আলম যৌথ ৬৩ শতাংশ (মোট-৯৯ শতাংশ) ভূমিদানে ২০০১ খ্রি: প্রতিষ্ঠানটি যাত্রা সূচনা করে। বহু হৃদয়বান ব্যক্তির সাহায্য ও সহানুভূতি ব্যতিরেকে কলেজটি স্থাপন করা সম্ভব ছিল না, অতি পরিতাপের বিষয় কলেবর বৃদ্ধির আশংকায় তাদের নাম অনুল্লেখই থেকে গেল।